ঢাকার আকাশে সাড়ে ৩ ঘণ্টা উড়ল ইউএস বাংলার মালদ্বীপগামী বিমান
মালদ্বীপগামী ইউএস বাংলার বিএস৩৩৭ ফ্লাইটটি ঢাকার আকাশে সাড়ে ৩ ঘণ্টা চক্কর দেয়।
পরে বিমানটি মালদ্বীপ না গিয়ে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের একাধিক সূত্র এবং বিমানটিতে থাকা কয়েকজন যাত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
মালদ্বীপগামী ইউএস বাংলার বিমানে থাকা একজন যাত্রী বলেন, ইউএস বাংলার ফ্লাইটটি মালদ্বীপের মালের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিলো ১১টা ১০ মিনিটে।
কিন্তু ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সকাল সাড়ে ১১টায়। এরপর বিমানটি ফ্লাই করার আধা ঘণ্টা পর বৈমানিক জানায় বিমানটি ভুল তথ্য দিচ্ছে এবং সঠিক উচ্চতায় বিমানটি যেতে পারছে না।
তিনি আরও জানান, এরপর বিমানটি মালদ্বীপের উদ্দেশ্যে না গিয়ে বিমানে থাকা ফুয়েল বার্ন করেছে ঢাকার আকাশে সাড়ে ৩ ঘন্টা উড়ে।
কোন মন্তব্য নেই